বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম এম.এ মান্নান এর ২য় পুত্র ইকবাল বাহার রনি (৩২) বৃহস্পতিবার ১২.৩৮ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহ-রাজেউন)। বিজ্ঞানে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে ইকবাল বাহার রনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একাউন্স অফিসার কর্মজীবন শুরু করেন। সে চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সাকে আহবায়ক সালাউদ্দিন সাকিবের ছোট ভাই। আগামিকাল শুক্রবার সকাল ১০টায় বৈলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা যায়। মুক্তিযোদ্ধা মরহুম এম.এ মান্নান এর পুত্র ইকবাল বাহার রনির মৃত্যুতে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী,বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা,কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম. বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম,বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া, বাঁশখালী পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রদীপ কুমার গ্রহ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন ।