সারাদেশে চলছে লকডাউন- তার পরেও স্বাস্থ্য বিধি মানছে না সাধারন জনগন। তাই বাধ্য হয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত উপজেলা সদর জলদী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় করোনা সংক্রমন রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল ) আইন ২০১৮ এর ২৪ (২) ধারা মোতাবেক ২৩ টি মামলায় ৩৯ জনকে ৩ হাজার ৯ শত টাকা জরিমানা করেন। এ সময় জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি মাস্ক বিহীন জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন। এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা, করোনা মহামারীর মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধিতে বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত এবং মাস্ক বিহীন চলাচল কারীরা মাস্ক বিতরণ করা হচ্ছে। এ ধারা অভ্যাহত থাকবে বলে তিনি জানান।