চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় জরুরী মানবিক সহায়তা ও ঈদ উপলক্ষে দু:স্থ ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাঁশখালীর সরল ইউনিয়নে ৩শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাউল, ডাল, তেল, ছোলা, সেমাই, ময়দা, দুধ, চিনি,সাবান) বিতরণ শনিবার সকালে পরিষদ প্রাঙ্গনে অনুষ্টিত হয়। সরল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী শাব্বির ইকবাল,বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শাহিদা আকতার জাহান,চট্টগ্রাম জর্জ কোর্টের এপিপি এডভোকেট রায়হাদ চৌধুরী রনি, ইউনিয়ন পরিষদের সচিব হারুনুর রশিদ চৌধুরী, ইউপি সদস্য রশিদ আহমদ, ছাত্রলীগ নেতা ইমরুল হক চৌধুরী ফাহিম, ও পরিষদের সহকারি মোহাম্মদ উল্লাহ সহ পরিষদের সদস্যবৃন্দ প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণ কালে চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী শাব্বির ইকবাল বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মো: আবদুস সালাম মহোদয়সহ জেলা পরিষদ সবসময় চট্টগ্রামের উন্নয়নে এবং সাধারন জনগনের জন্য কাজ করে যাচ্ছে। তারাই ধারাবাহিকতায় আজ বাঁশখালীতে সাড়ে ৩ শত পরিবারের মাঝে সরলে ৩শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (৯ প্রকার আইটেম) বিতরণ করা হয়। তিনি বলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী সব সময় বাঁশখালীর সাধারন মানুষের জন্য চিন্তা করেন। উনার পরামর্শে আজ বাঁশখালীর সাধারণ মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি বহুমুখী উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে চট্টগ্রাম জেলা পরিষদ।