বাঁশখালী বৌদ্ধ সমিতির কার্যনির্বাহী কমিটির সভা ও বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সাথে মতবিনিময় শুক্রবার (২১ মে) অনুষ্ঠিত হয়। আসন্ন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় এবং সমিতির কার্যনির্বাহী কমিটির সভা বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্টিত সভায় বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি শিক্ষাবিদ রাহুলপ্রিয় মহাস্থবির সভাপতিত্ব করেন। বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। এসময় আলোচনায় অংশ নেন বাঁশখালী শাসন কল্যাণ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক কর্মবীর দেবমিত্র মহাস্থবিরর, শ্রীমৎ রত্নপ্রিয় ভিক্ষু, শ্রীমৎ শীলরত্ন ভিক্ষু, অবসর প্রাপ্ত শিক্ষক সুব্রত বড়ুয়া, যতীন্দ্র বড়ুয়া, প্রধান শিক্ষক হিতোষময় বড়ুয়া, শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া প্রশান্ত কুমার বড়ুয়া, সমরসেন বড়ুয়া, প্রকাশ বড়ুয়া, অনু বড়ুয়া বাবু,পরিতোষ বড়ুয়া, বাসুদেব বড়ুয়া, বাবুল বড়ুয়া,সুপ্রিয় বড়ুয়া, বিপন বড়ুয়া, টিপু বড়ুয়া অভি, উদিপ বড়ুয়া প্রমুখ। সভায় বক্তারা আসন্ন বুদ্ধ পূর্ণিমা যথাযথ ধর্মীয় মর্যাদায় সামাজিক সুরক্ষা মেনে প্রতিপালন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে আহবান জানানো হয় , এবং সরকারি সকল ধরনের সুযোগ সুবিধা সম্ভব প্রদানের আশ্বাস দেওয়া হয়। এদিকে বুদ্ধ পূর্ণিমার দিনে বাঁশখালীর সকল বৌদ্ধ মন্দিরে পরিদর্শন ও মতবিনিময় করবেন বলে সম্নতি প্রদান করেন বাঁশখালী সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। আগামী ২৬ মে বৌদ্ধদের অন্যতম ধমৃীয় উৎসব মহান বুদ্ধ পূর্ণিমা ধর্মীয় রীতি নীতি ও সামাজিক সুরক্ষা মেনে পালন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়।