বাঁশখালী উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২৯ হাজার ৯৩টি পরিবারের মাঝে ৪৫০ টাকা করে ১ কোটি ৩০ লক্ষ ৯১ হাজার ৮৫০ টাকা নগদ অর্থ প্রদান করা হচ্ছে। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ এর এ নগদ অর্থ দরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ” নগদ অর্থ বিতরণ শুভ কার্যক্রম বাঁশখালীতে গতকাল উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী বৈলছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মো: কফিল উদ্দিনের সভাপতিত্বে এ সময় অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, ট্যাগ অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ সহ ইউনিয়ন পরিষদের সদস্যগন। বৈলছড়ি ইউনিয়নে ৯৭২ জনকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ এর এ নগদ অর্থ ৪৫০ টাকা করে প্রদান করা হয় । এরপর ছনুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একইভাবে ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৭৮১ পরিবারকে ভিজিএফ এর এ নগদ অর্থ প্রদান অনুষ্টান ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. হারুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, ট্যাগ অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, ইউপি সচিব অরুন জয় ধরসহ সহ ইউনিয়ন পরিষদের সদস্যগন। জানা যায়, ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে নগদ অর্থ বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় উপজেলা প্রশাসনও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরে সার্বিক তত্ত¦াবধানে এ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে।্ এদিকে জনসংখ্যা অনুপাতে বাঁশখালীর পুকুরিয়াতে ১৬৬১ পরিবার, খানখানাবাদে ১৮৩৪ পরিবার, সাধনপুরে ১৪৮৩ পরিবার, বাহারছড়ায় ২০৯২ পরিবার, কালীপুরে ২০৭৮ পরিবার, কাথরিয়ায় ১৩০৫ পরিবার, সরলে ২৩৭৩ পরিবার, শীলকুপে ১২৫৪ পরিবার, গন্ডামারায় ২০৬১ পরিবার, চাম্বলে ২১১৪ পরিবার, শেখেরখীলে ১৩৪৪ পরিবার, পুইছড়িতে ১৭৮১ পরিবার এবং পৌরসভায় ৪৬২১পরিবার এ অর্থ উপহার পাবেন বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী জানান। এদিকে বিতরনের প্রথমদিনে ১৩ হাজার ৬৭০ পরিবারকে এবং দ্বিতীয় দিনে ১৫ হাজার ৪২০ পরিবারকে প্রদান করা হবে।