বাঁশখালী উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার কৃষক ও কৃষাণীর মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।“স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিভনেস প্রজেক্ট”এবং”লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাঁশখালীর ৯০ জন কৃষক কৃষাণীর মাঝে বারি মাল্টা-১, বারি আম ৪, বারি আম-৩ , লেবু, কমলা চারা প্রদর্শনীর জন্য চারা বিতরণ করা হয় এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক, বাঁশখালী একাডেমীর পরিচালক সাংবাদিক কল্যাণ বড়য়া, উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিধান কান্তি দত্ত, প্রনব কান্তি দাশ সহ উপকার ভোগী কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীর জন্য চারা বিতরণকালে উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক বলেন, বাঁশখালী হল একটি উর্বব জায়গা যেখানে বছরে বারো মাস নানা ধরনের সবজি ও ফলাদি উৎপাদন হয়ে থাকে।
বর্তমানে এ এলাকার চাষীরা প্রতিনিয়ত নিত্যনতুন প্রদ্ধতির মাধ্যমে চাষাবাদ আগ্রহী, ফলে তাদের আগ্রহ এবং কৃষি দপ্তরের সহযোগিতায় অর্থনৈতিক সম্ভৃদ্ধি আনায়নের জন্য কৃষি দপ্তর কাজ করে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন। এ সময় উল্লেখ করা হয় বর্তমানে বাঁশখালীতে প্রচুর পরিমনে মাল্টা, আম ও লেবুর প্রদর্শনী ও চাষাবাদ করে লাভবান হচ্ছে চাষীরা ।