ভারত বাংলা উপ-মহাদেশের প্রখ্যাত সংঘমনীষা ও সপ্তম সংঘরাজ সদ্ধর্মকীর্তি অভয়তিষ্য মহাস্থবির ও কর্মবীর জ্ঞানপাল মহাস্থবির এর প্রয়ান দিবস উপলক্ষে বাঁশখালী কেন্দ্রীয় শীলকুপ চৈত্য বিহারে স্মরণসভা ও সংঘদান শুক্রবার সকালে অনুষ্টিত অনুষ্টিত হয়। শ্রীমৎ ধর্মদর্শী মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী কেন্দ্রীয় শীলকুপ চৈত্য বিহারের অধ্যক্ষ কর্মবীর দেবমিত্র মহাস্থবির। অনুষ্টানে সদ্ধর্মভাষন স্মৃতিচারণ করেন বাঁশখালী শাসন কল্যাণ ভিক্ষু সমিতির সভাপতি শ্রীমৎ ধর্মপাল মহাস্থবির, বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি শ্রীমৎ রাহুলপ্রিয় মহাস্থবির,সমিতির সিনিয়র সহ-সভাপতি শ্রীমৎ তিলোকানন্দ মহাস্থবির,সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারের অধ্যক্ষ মৈত্রীজিৎ স্থবির, লোহাগড়া সাতকানিয়া ভিক্ষু সমিতির সাবেক সাধারন সম্পাদক ধর্মতিলোক স্থবির, মেওাপ্রিয় ভিক্ষু, অবসর প্রাপ্ত শিক্ষক অনাদি রঞ্জন বড়ুয়া, সুমিত্র সেন বড়ুয়া, ভুপাল বড়ুয়া প্রমুখ। সভায় বক্তারা এ মহান সংঘমনীষাদের জীবনী অনুসরণ করে সৎ ও আর্দশ জীবন গঠনের আহবান জানান ।