বাঁশখালীর একঝাঁক মানবতাবাদী যুবকদের সংগঠন ‘বাঁশখালী ব্লাড ব্যাংক’। এ সংগঠনটি প্রতিষ্টাতার পর থেকে সংগঠনেরা সদস্যরা অসহায় সাধারন মানুষের জন্য রক্ত নিয়ে ছুটে চলা, ব্লাড গ্রুপিং থেকে শুরু করে দুর্দিনে মানুষের পাশে ছুটে চলা যেন তাদের কাজ। এবার করোনায় সারাদেশে যখন অক্সিজেন সংকটে যখন প্রতিদিন কোথাও না কোথাও মানুষের মৃত্যু হচ্ছে তখনই তারা সাধারন মানুষের পাশে ছুটে চলার অঙ্গীকারে শুরু করলেন বাঁশখালী ব্লাড ব্যাংক’ “ফ্রি অক্সিজেন সেবা”। রবিবার থেকে ৬ টি সিলিন্ডার ও অন্যান্য সকল সরঞ্জামাদি দিয়ে বাঁশখালীতে করোনা ও শ্বাসকষ্ট মুমূর্ষু রোগীর প্রয়োজনে শুরু করে। এ ব্যাপারে সংগঠনের প্রতিষ্টাতা পরিচালক সজীব নমঃ শুভ জানান, মুমূর্ষু রোগীর প্রয়োজন হলে আমরা উক্ত অক্সিজেন সেবা আরো বৃদ্ধি করবো,এবং বাঁশখালীতে ফ্রি অক্সিজেন সেবা আমরা চলমান রাখবো। সংগঠনের সদস্যরা বলেন, আমরা কখনো কল্পনা করিনি সকল শ্রেণিপেশার মানুষ বাঁশখালী ব্লাড ব্যাংকের এই উদ্যোগে এত বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দিবে! সকলের প্রতি আমরা বাঁশখালী ব্লাড ব্যাংক পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সদস্যরা রোগীদের উদ্যেশ্যে বলেন, “ডাক্তারের পরামর্শ নিয়ে অক্সিজেন সেবা গ্রহণ করুন” যেকোনো শ্বাসকষ্টে জরুরি অক্সিজেন সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন সজীব- ০১৮১২৫২১১৭১, ফারুক- ০১৮১০৬৪৬৫৪৮, রহমান- ০১৬২৬৯০০৯৮৭, সানি-০১৮৭৯৪৪৭৩৭০। মানবতার সেবায় এগিয়ে আসা বাঁশখালী ব্লাড ব্যাংকের পাশে দাড়াঁবো আমরা সবাই ।