বাঁশখালী উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদের ভবনের নিচে (কোভিড ১৯) করোনা সংক্রমণ প্রতিরোধক বুথ স্থাপন করা হয়েছে। বুধবার বিকালে ৩ টার দিকে উপজেলা ভবনের নিচে করোনা প্রতিরোধক বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা তবারক হোসেন নেয়ামু, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আতাউল করিম আতিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মনজুরুল আলম, বাঁশখালী পৌরসভার সাবেক ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দীন ববিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন মাইনুদ্দিন বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মানিক,ছাত্রলীগ নেতা দিদারুল আলম, আব্দু সবুর, মাঈন উদ্দিন মামুন শুভ প্রমুখ
করোনা সংক্রমণ প্রতিরোধক বুথ স্থাপন কালে বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী বলেন, বর্তমানে সারাদেশে করোনা সংক্রমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে । তাই ‘মাক্স ব্যবহার করি করোনা মুক্ত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিটি নাগরিকের মাক্স ব্যবহার করা অবশ্যই প্রয়োজন। মাক্স ব্যবহারের মাধ্যমে নিজেকে সুরক্ষা রাখা সম্ভব। তিনি বলেন বাঁশখালী উপজেলায় প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত করোনা প্রতিরোধ বুথ সাধারণ নাগরিকেরা ব্যবহার করতে পারবেন বলে তিনি জানান।