চট্টগ্রামের বাঁশখালী হাসপাতালে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর নিজস্ব অর্থায়নে সেন্ট্রাল অক্সিজেন সহ ২০ বেড়ের আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন শনিবার বিকালে অনুষ্টিত হয়। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ শফিউল রহমান মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের সর্ম্পকিয় সংসদীয় কমিটির সদস্য সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ সফিউল কবীর, ডাঃ শ্যামলী দাশ, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী, সরলের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুরের চেয়ারম্যান এডভোকেট আ,ন,ম শাহাদত আলম, চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল্ ইসলাম, খানখানাবাদের চেয়ারম্যান মোঃ বদরুদ্দিন চৌধুরী. শেখেরখীলের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন সিকদার,মেড়িকেল অফিসার ডাঃ আসিফুল হক, ডাঃ সাওগত উল ইসলাম প্রমুখ। বাঁশখালী হাসপাতালের ডাঃ শাহিদ চৌধুরীর সঞ্চালনায় এবং ডাঃ শুভাশীষ ত্রিপাটির স্বাগত বক্তব্য এ সময় অনুষ্টানের প্রধান অতিথি ছিলেন সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আমি নামের জন্য নয়, সাধারন জনগনের পাশে থাকার আমার যে ইচ্ছে তারই বহিঃস্কার করার জন্য কাজ করে যেতে চাই। সারাদেশে করোনার প্রভাব শুরু হওয়ার পর থেকে চেষ্টা করেছি সাধারন মানুষের পাশে থাকার জন্য। তারই ধারাবাহিকতায় করোনা শুরুর প্রাক্কালে প্রথমে বেসরকারি হাসপাতালে নিজস্ব অর্থায়নে আইসোলেশন সেন্টার স্থাপন করেছিলাম। পরবর্তীতে আজকে হাসপাতালের নিরাপত্তার জন্য সিসি ক্যামরা এবং নিজস্ব অর্থায়নে ২০ বেড়ের সেন্ট্রাল অক্সিজেন সহ আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আমি যতদিন বেঁচে থাকব ততদিন সাধারন মানুষের পাশে থাকব এটাই আমার অঙ্গীকার।