শারদীয় দুর্গাপূজা সুষ্ট ও শান্তি পুর্ণ ভাবে সম্পাদনের লক্ষে এক মতবিনিময় সভা শুক্রবার বিকালে বাঁশখালী কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গনে অনুষ্টিত হয়। বাঁশখালী পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সুধীর মল্লিক রায় এর সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন অধর লাল চক্রবর্তী,চন্দন দত্ত, তপন দাশ গুপ্ত, র্নীলকন্ঠ দাশ,লায়ন শেখর দত্ত, মাষ্টার শ্যামল কিশোর চৌধুরী,বিজন কান্তি দাশ, অধ্যাপক বাবুল কান্তি দেব বাবলা, তড়িৎ কান্তি গুহ, প্রনব কান্তি দাশ ।বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রদীপ গুহ সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মাঝে আলোচনায় অংশ নেন দিলীপ দত্ত, অরুপ সেন, রাজীব গুহ, ডা: গুরুধন, ধীমান দাশ, দুলাল সুশীল, আশুতোষ দেব প্রমুখ । পরে সকলের সন্মতিক্রমে ২৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ২১ সদস্য বাঁশখালী পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক- ঝুন্টু কুমার দাশ,যুগ্ন আহবায়ক- শিব শংকর দাশ (শানু) ,ঋষিকেশ বিশ্বাস, শংকর ঘোষ, সজল তালুকদার, দোলন কান্তি সুশীল, নন্দন শীল, সদস্যরা হলেন- রাকেশ দাশ গুপ্ত, শেখর চৌধুরী,নয়ন বিশ্বাস, সুজন দেব, ধীমান দাশ (শাওন), রিপন ভর্ট্রাচার্য্য, সাগর সুশীল, দোলন দাশ, মিন্টু সুশীল, বিশ্বজিৎ দেব, যুবরাজ দে, জুয়েল গুহ, নিউটন ধর, সাজু দাশ প্রমুখ। নব নির্বাচিত আহবায়ক কমিটির সদস্যরা আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ট ও শান্তি পুর্ণ ভাবে সম্পাদনের লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।