বাঁশখালীতে সম্প্রীতি সমাবেশ ও মানববন্ধন মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদের সামনে অনুষ্টিত হয়। বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ,যুবলীগ ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে হিন্দু বৌদ্ধ ও খৃীষ্টান ধর্মীয় প্রতিনিধিরা অংশ নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি না করে সম্প্রীতি বজায় রাখার আহবান জানান। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর সার্বিক দিক নির্দেশনায় এ সময় মানববন্ধনও সভায় আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা,কালীপুরের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম. শাহাদত আলম, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাহারছড়ার চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো: কফিল উদ্দিন,বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি রাহুলপ্রিয় মহাস্থবির, মেত্তাপ্রিয় ভিক্ষু, বোধিরত্ন ভিক্ষু,পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট তোফাইল বিন হোছাইন, পৌরসভা যুবলীগের আহবায়ক মোঃ হামিদ উল্লাহ, কাউন্সিলর আবদুর রহমান,আজগর হেছাইন, আবদুল অদুদ লেদু, অসীম বড়ুয়া, পুজা পরিষদের নেতা উত্তম কুমার কারন, রাকেশ দাশ গুপ্ত, মিশু চক্রবর্তী, শংকর ঘোষ,সাজু দাশ,মাওলানা আক্তার হোছাইন,নাজেমুল হক চৌধুরী, ইমরুল হক চৌধুরী ফাহিম সহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা সহ বাঁশখালী হিন্দু বৌদ্ধ খৃীষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন কোন ধর্মে একধর্মের লোকজনের অন্য ধর্মের লোকজনের উপর হামলা কখনও কাম্য নয়। তাই স্বাধীন দেশের সার্বভৌমিত্ব রায় সবাইকে একযোগে কাজ করার আহবান জানান বক্তারা। সামাজিক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মীয় আচার অনুষ্টান প্রতিপালন করার আহবান জানান।