মুক্তিযুদ্ধের বিজয়, বীর বাঙ্গালীর অহংকার এ শ্লোগানকে সামনে রেখে বাঁশখালী বাণীগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলার ২য় দিনের আলোচনা ও স্মৃতিচারণ সভা সভাপতিত্ব করেন বিজয় মেলা পরিষদের মহাসচিব মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথির ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম,রেজাউল করিম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা চট্টগ্রাম এর মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, অতিথি ছিলেন ও আলোচনায় অংশ নেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিল্প ও মানবকল্যাণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী,চাঁনপুর বেলগাঁও চা বাগানের ব্যবস্থাপক মোঃ আবুল বাশার, নজরুল ইসলাম মোস্তাফিজ, আব্দুল ওয়াজেদ, রেজাউল করিম, প্রেমানন্দ চৌধুরী, মোঃতৌহিদুল হক, মোহাম্মদ দেলোয়ার হোসেন,বাঁশখালীর সকল বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগও রাজনৈতিক নেতৃবৃন্দ। মুক্তিযুদ্ধের বিজয় মেলায় বাঁশখালীর প্রবীণ সাংবাদিক কল্যাণ বড়ুয়া সহ আরো কয়জনকে সন্মাননা প্রদান করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী বলেন বাঙ্গালী অস্ত্র চালাতে পারে, ভেদু নয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, মুক্তিযোদ্ধাদের একমাত্র ভরসা ছিল শেখ মুজিব। যার নেতৃত্বে স্বাধীনতা আনতে পেরেয়ে তাই তিনি হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী। দেশ স্বাধীন হয়েছে বলে আজ সারাদেশ আলোকিত জলমলে হলে হয়েছে, বঙ্গবন্ধু ও দেশকে ভালবাসতে হবে না হয় অকৃজ্ঞ জাতি হিসাবে জানবে, যখন যে ক্ষমতায় আসবে আসুক জাতির জনককে কেউ অসন্মান করতে পারবেনা। বঙ্গবন্ধু মুজিব আওয়ামীলীগের নয় সমগ্র জাতির নেতা। তিনি বলেন রাজনীতি যার যার- বঙ্গবন্ধু সবার। আলোচনা সভা শেষে সঙ্গীত শিল্পী প্রনব সিকদার, পঞ্চানন দে, সুকুমার মল্লিক, জুয়েল দেবদাশ, পুলক ধর, ফৌজিয়া, বিপাশা প্রমুখ শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।