বাঁশখালী পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুর রহমানের পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল পৌরসদরস্থ ১নং ওয়ার্ডের নজিরা মার্কেট এলাকায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উত্তর জলদী শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা নুরুল হক সওদাগর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার ২ বারের নির্বাচিত কাউন্সিলর ও সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর মনোনীত বর্তমান কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমান। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ফোরকান, মিয়া, মিরশাদ, কলিমুল্লাহ, আবু ছৈয়দ, কামরুল ইসলাম, সাইদুল হক, মৌং জাফর আহমদ, আক্তার, রহমত আলী, আশেকুল ইসলাম ফারুকী, মোঃ আলী, শহিদুল্লাহ, শফিউল্লাহ, নুরুল আলম, রফিক আহমদ, লেদু সওদাগর, উলা মিয়া, হাফেজ আনিসুর রহমান, মিজ বাহুল হক, মুন্সি খলিফা হাসান ফারুকী, হামিদুল হক, ফজল কাদের ড্রাইভার, আবদুল মালেক সওদাগর, বাদশা সওদাগর ও আবদুল আজিজ প্রমুখ। এতে প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালী পৌরসভার ২ বারের নির্বাচিত কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমান বলেন, ‘আমি গরীব দুঃখী মেহনতি মানুষের জন্য কাজ করেছি। এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকা- পরিচালনার মাধ্যমে এলাকাবাসীর মন জয় করতে সক্ষম হয়েছি। বিগত দিনে কাউন্সিলর নির্বাচিত হয়ে যেভাবে এলাকার মানুষের পাশে সবসময় ছিলাম বর্তমানেও কাউন্সিলর নির্বাচিত হলে সেই ধারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। বর্তমানে কিছু স্বার্থন্বেষী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা চাই এলাকাবাসীকে ধোকা দিয়ে কাউন্সিলর নির্বাচন করার জন্য। ওই ধোকাবাজদের থেকে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহবান জানাচ্ছি আমি এবং বিগত দিনের মত পুনরায় আমাকে কাউন্সিলর নির্বাচিত করে এলাকাবাসীর উন্নয়নে কাজ করে যেতে পারি মত সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।’ বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফশীল অনুসারে মনোনয়ন পত্র দাখিলে শেষ দিন ১৫ ডিসেম্বর, বাছাই ২০ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহার ২৭ ডিসেম্বর, ভোট গ্রহন ১৬ জানুয়ারি।