চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামলী দাশের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সস্মানিত সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।এডভোকেসি সভায় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুর রহমান মজুমদার, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল্ ইসলাম,পরিবার পরিকল্পনা পরিদর্শক মুনির আহমদ । সোমবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শক ফরহাদ বিন সাদেক এর সঞ্চালনায় অনুষ্টানে সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন,সারা দেশের শিশুর জন্ম ও মৃত্যুাহার কমানোর জন্য পরিবার পরিকল্পনা কর্মীদের ভুমিকা রয়েছে। তিনি বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়কে আধুনিক প্রশিক্ষন কেন্দ্রে রুপান্তরিত করার জন্য সিসিটিভি, এসি প্রদান এবং ছনুয়া ও বাহারছড়ায় অবস্থিত পরিবার পরিকল্পনা কার্যালয়ের জন্য টিউবওয়েল এর ব্যবস্থা করবেন বলে জানান। সুখী ও সুন্দর পরিবার গঠনে পরিবার পরিকল্পনা কর্মীদের ভুমিকা শতভাগ বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানান ।