বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রাম শ্রী শ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির প্রাঙ্গণে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, চট্টগ্রাম ব্রাঞ্চের অর্থায়ণে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । শনিবার সকালে কোভিড-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত প্রায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, চট্টগ্রাম ব্রাঞ্চের অর্থায়ণে শ্রী শ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির প্রাঙ্গণে চাউল, আলু, সয়াবিন তেল, ডাল সহ বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানে সভাপতিত্বে করেন পালেগ্রাম শ্রী শ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সুরঞ্জিত নাথ লিটন , অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, চট্টগ্রাম শাখার চিফ এক্সিকিউটিভ অফিসার সুব্রত বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আ.ন.ম শাহাদাত আলম, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, চট্টগ্রাম শাখার দায়িত্বরত কর্মকর্তা সৌমিত্র বড়ুয়া, বিপুল ঘোষ ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া,বাংলাদেশ অপারেশনস- এর অভ্যন্তরীন নিরীক্ষক জুয়েল নাথ প্রমুখ। পালেগ্রাম শ্রী শ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক শিমুল নাথ তারন এর পরিচালনায় সভায় বক্তারা বলেন, ভারত যে কোন দু,সময়ে বাংলাদেশের পাশে থাকে। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বিপদকালীন সময়ে পাশে অবস্থান নিয়ে বন্ধুত্বে পরিচয় বহন করে , তারই অংশ হিসাবে আজ বাঁশখালীর কালীপুর ইউনিয়নের প্রায় চার শতাধিক সাধারন মানুষের মাঝে চাউল, আলু, সয়াবিন তেল, ডাল সহ বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী বিতরণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এ ধারা অভ্যাহত রাখার আহবান জানান ।