মহান বিজয় দিবস উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ , ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিকালে আলোচনা সভা ও প্রধানমন্ত্রীী শেখ হাসিনা স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষে শপথ বাক্য পাঠ অনুষ্টান উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে অনুষ্টিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা সভাপতিত্বে ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদাত আলম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো: কফিল উদ্দিন,শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানও মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহেনা আক্তার কাজমী,বাঁশখালী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীথ প্রার্থী এডভোকেট তোফাইল বিন হোছাইন, নীল কন্ঠ দাশ, এম. মনসুর আলী,পৌরসভা যুবলীগের আহবায়ক মোহাম্মদ হামিদ উল্লাহ,উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোসেন, মাহামুদুল ইসলাম, রোজিনা সুলতানা, উপজেলা ছাত্রলীগ নেতা ইমরুল হক চৌধুরী ফাহিম, সাইফুল আজম,সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দেশ আজ স্বাধীনতার ৫০ বছর পুর্তি করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আগামী বাঁশখালী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় শামিল হওয়ার আহবান জানান ।