মরমী ও বিচ্ছেদী গানের অন্যতম শিল্পী ও প্রখ্যাত ডোলবাদক রনজু দাস। যার নাম ও খ্যাতি চট্টগ্রাম সহ সারা দেশে। এক সময় বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের যে কোন স্থানে রজসু দাসের বিচ্ছেদ ও মরমী গান শুনার জন্য অপেক্ষামান শ্রোতার যেন কমতি ছিলনা। কিন্ত কালের আবর্তে সে প্রখ্যাত কন্ঠ শিল্পী রনজু দাস বর্তমানে অসুস্থ হয়ে পড়ায় আর্থিক দৈন্যতার কারণে নিজের চিকিৎসা ও করতে না পেরে অসহায় জীবন যাপন করছে। জানা যায়, বাঁশখালীর সরল ইউনিয়নের ভাদালিয়া এলাকায় জন্মগ্রহন কারি এ শিল্পীর ২ ছেলে ও ৩ মেয়ের জনক। তারা সকলেই বিবাহিত জীবন যাপন করছে। বর্তমানে এ শ্ল্পিী সাধনপুর ইউনিয়নের বানীগ্রাম এলাকায় বসবাস করে আসছে। স্বনামধন্য বিচ্ছেদী ও মরমী শিল্পী রনজু দাস,স্বাধীনতার পর থেকে দক্ষিণ চট্টগ্রামসহ সারাদেশের আনাচে কানাচে গানের আসর মাতিয়ে রাখতেন। যাঁর গান শোনার জন্য হাজার হাজার শ্রোতা বসে থাকতেন অধীর আগ্রহে। আর যার নেশা পেশা, ধ্যান ছিল শুধু গান আর গান। কিন্তু কালের আর্বতে বিগত ৪/৫ বছর যাবত শারিরিক অসুস্থতার কারণে গান বাজনা করতে না পারায় মানবিক জীবন যাপন করছে। পরিবারের পক্ষ থেকে সাধ্যমত চেষ্টা করা হলেও সহায় সম্বলহীন, দরিদ্র এই গুণী শিল্পীটি অর্থের অভাবে অসহায় হয়ে পড়েছে। সংসার সামলানোর পাশাপাশি প্রতিমাসে অনেক টাকার ঔষধ প্রয়োজন হওয়াতে অর্থের অভাবে তাও করতে পারছেনা। গতকাল এ প্রতিনিধির সাথে কথার প্রাক্কালে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন এবং আর্থিক সহযোগিতার তার তার ব্যক্তিগত (০১৮১১ ৮৬২৪২৬, রনজু দাস,)বিকাশ নম্বরে আর্থিক সহযোগিতার আহবান জানান। সকলের সহযোগিতায় আবারো সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবে মরমী ও বিচ্ছেদী গানের অন্যতম শিল্পী ও প্রখ্যাত ডোলবাদক রনজু দাস সে প্রত্যাশা শুভাংকীদের।