‘মানসন্মত শিক্ষা-শেখ হাসিনার দীক্ষা’ এ শ্লোগানকে সামনে রেখে বাঁশখালীর প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের বই বিতরণ অনুষ্টান গতকাল অনুষ্টিত হয়। বাঁশখালী মড়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: নুরুল ইসলাম। বাঁশখালী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশের সভাপতিত্বে ও বাঁশখালী মড়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ নেন বাঁশখালী সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রাজীব কান্তি দাশ, বাঁশখালী মড়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নীলকন্ঠ দাশ .সদস্য উত্তম কুমার কারণ, সাংবাদিক কল্যাণ বড়ুয়া,সহ বাঁশখালী সরকারি বালিকা বিদ্যালয়ও বাঁশখালী মড়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাসহ সকল দায়িত্বশীল কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা দেশের বর্তমান প্রেক্ষাপটের কারণে শিক্ষার্থীদের জমায়েত করা নিষেধের কারণে স্বপ্ল পরিসরে অনুষ্টানের আয়োজন আনুষ্টানিক বই বিতরণ উদ্বোধন করা হয়েছে এবং পযায়ক্রমে সকল শিক্ষার্থীকে বই প্রদান করা হবে বলে জানান।