বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মোহাব্বত আলী পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন বাঁশখালী পৌরসভা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব হামিদ উল্লাহ। শুক্রবার বিকেলে বাঁশখালী পৌরসভা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব হামিদ উল্লাহ্ হামিদ এর ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্থ’ পরিবারের ২১ সদস্যের মাঝে খাদ্য সমগ্রীসহ ২২ হাজার নগদ টাকা প্রদান করেন।
এ সময় তিনি বলেন, আমি আরো আপনাদের পাশে থাকার চেষ্টা করবো। সমাজের বিত্তবানদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যেন ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর পাশে আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন-বাঁশখালী পৌরসভা যুবলীগ নেতা আব্দুল আহাদ রায়হান, শীলকূপ ইউনিয়ন যুবলীগ নেতা রাকিবুল ইসলাম মুবিন, ব্যবসায়ী জাফরুল ইসলাম আরমান, বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা এনামুল উদ্দিন চৌধুরী নয়ন, সাজ্জাদ মুহাম্মদ আসিফ, নুরুল আমিন আসিফ, ইয়াছিন সিকদার প্রমূখ। উল্লেখ্য গত বুধবার অগ্নিকান্ডের ঘটনায় ১১ বসতঘরের ১৮টি পরিবারের ঘর-বাড়িসহ সম্পূর্ণ মালামাল পুঁেড় ছাই হয়ে প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়।