বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন কারি শিক্ষার্থী বাঁশখালী, কুতুবদিয়া, পেকুয়া, সাতকানিয়া , আনোয়ারা ও কর্ণফুলি উপজেলার বৃত্তিপ্রাপ্তদের গতকাল শুক্রবার বৃত্তিপ্রদান করা হয়। বাঁশখালী গ্রীণপার্ক কনভেশশন হলরুমে বৃত্তিপ্রদান অনুষ্টানে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক এ.বি.এম.মোকাম্মেল হক চৌধুরী আলাল, অনুষ্টানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর এ.বি.এম আবু নোমান। বিশেষ অতিথি ও উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: নুরুল ইসলাম, সরকারি আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মো: সোলেমান. বাঁশখালী পৌরসভায় আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এডভোকেট তোফাইল বিন হোছাইন, বিশিষ্ট সমাজসেবক আশেক এলাহী সোহেল,জাকের হোসেন চৌধুরী, লায়ন মো: আমিরুল হক (এমরুল), এ.আর সাঈদ চৌধুরী, মো:শোবাইবুর রহমান, আবুল হাসেম, মো: শওকত, প্রমুখ।বেগম রোকেয়া সাখাওয়াত বৃত্তি পরীক্ষার পরিচালক জহির উদ্দিন মজুমদার এর স্বাগত বক্তব্য ও শিক্ষিকা বাবলী দাশের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন বেগম রোকেয়া সাখাওয়াত ছিলেন নারী জাগরনের অগ্রদুত। এ নারীর দুরদুর্শিতা আজ সবার মাঝে ছড়িয়ে পড়ায় বাংলাদেশ আজ অনেকদুর এগিয়ে গেছে। বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে নিজেদের প্রতিষ্টিত করার আহবান জানান ।