বাঁশখালী থানার এসআই মোঃ মাহবুব হোসেনের বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার রাতে থানায় অনুষ্টিত হয়। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা সভায় অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আজিজুল ইসলাম, বাহারছড়া পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ আবু জাফর সালে তুহিন। বাঁশখালী থানার এসআই মোঃ আকতার হোসেনের সঞ্চালনায় এ সময় আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন এস আই দীপক কুমার সিংহ,সাংবাদিক রাহুল দাশ নয়ন, এ.এস.আই(নি:) মো: নজরুল ইসলাম সহ আরো পুলিশ কর্মকর্তা বক্তব্য রাখেন।
এসময় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ কামাল উদ্দিন বলেন, প্রত্যেক সরকারি কর্মকর্তাদের অবশ্যই বিদায় নিতে হয়। যারা সাধারন জনগনের সাথে থেকে জনহিতকর কাজ করবে জনগন অবশ্যই তাকে মনে রাখবে। আর বাঁশখালী থানা থেকে আমার দায়িত্বকালীন যারা বদলী জনিত কারনে বিদায় নেবেন তাদের অবশ্যই সন্মানের সহিত বিদায় অনুষ্টান করা হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এ সময় উপস্থিত সকলে তার সাফল্য কামনা করেন ।