বাঁশখালীর সরল ইউনিয়নের চার চার বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান কবির আহমেদ চৌধুরী (৯০) গতকাল মঙ্গলবার বিকালে চট্টগ্রামের বাসায় ইন্তেকাল করেন (ইন্না ইলাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ৫ কন্যাসহ অনেক স্বজন রেখে যান। মরহুমের নামাযে জানাযা বুধবার দুপুর ২ টার সময় সরল জালিয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে পারিবারিক সুত্রে জানা যায়। সরল ইউনিয়নের চার বারের সাবেক চেয়ারম্যান কবির আহমেদ চৌধুরী বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির চাচা।
সরলের সাবেক চেয়ারম্যান কবির আহমেদ চৌধুরীর মৃত্যুতে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, সরলের বর্তমান চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বাঁশখালী চেয়ারম্যান সমিতির সভাপতি কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, সাধারন সম্পাদক ও চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো: কফিল উদ্দিন, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান ।