বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের র মোহাব্বত আলী পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে অনুদান প্রদান করলেন প্রবাসীদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি মোজাম্বিক কেন্দ্রিয় কমিটির সদস্যরা। মঙ্গলবার বিকেলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ কমিউনিটি মোজাম্বিক কেন্দ্রিয় কমিটির উদ্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের ২১ সদস্যের মাঝে ২ লক্ষ ১০ হাজার নগদ টাকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি মোজাম্বিক কেন্দ্রিয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব আনিছুর রহমান,শিলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, শিলকূপ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল আকতার তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা সালাউদ্দিন সিকদার, বাঁশখালী প্রবাসী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক এম আর মুজিব, ফয়েজ উদ্দিন, জাকের হোসেন, দিদারুল ইসলাম, মুহাম্মদ সোহেল, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান প্রমূখ। উল্লেখ্য বিগত কয়দিন আগে অগ্নিকান্ডের ঘটনায় ১১ বসতঘরের ১৮টি পরিবারের ঘর-বাড়িসহ সম্পূর্ণ মালামাল পুঁড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়।