বাঁশখালী পৌরসদরের জলদীতে উপজেলা পরিষদের সামনে ‘ইয়েলো ক্যাপসিকাম’ অভিজাত রেস্তোরার উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে এ উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: ওমর ফারুক,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:কামাল উদ্দিন, এসএস পাওয়ার প্ল্যান্টের দায়িত্বশীল কর্মকর্তা, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিন,পৌরসভা যুবলীগের আহবায়ক মো: হামিদ উল্লাহ, ‘ইয়েলো ক্যাপসিকাম’এর ডা: আসিফুল হক, ইমরুল হক চৌধুরী ফাহিম, নিউটন দাশ সহ বিভিন্ন শ্রেনী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায় ‘ইয়েলো ক্যাপসিকাম’এর বিশেষত্ব হিসেবে যা যা থাকবে,সুপ্রশস্থ পরিসর (সাথে রুপটপ) ,আন্তর্জাতিক মানের বাবুর্চি, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত,কনফারেন্স এন্ড মিনি কনফরেন্স রুম,জুস বার, সেলফি জোন,কিডস জোন,বার্থডে, ওয়ালিমা, আকদ প্রোগ্রাম ও পার্টি স্পেস।