বাঁশখালীর কালীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কোকদন্ডী গ্রামে বৃহস্পতি বার গভীর রাত ৩টার সময় অগ্নিকান্ডে ঘটনা ঘটে। এ সময় অগ্নিকান্ডেকোকদন্ডী গ্রামের সুখেন্দু দাশ, তপন দাশ, যীশু কর্মকার, উজ্জল দাশ, আবদুর রহমান, বাবলু দাশ, ও নিরঞ্জন কর্মকার এর বাড়ির মালামাল আগুনে পুঁড়ে যায়। এলাকাবাসী ও ফায়ার সাভির্স টিম ঘটনাস্থলে পৌছার আগেই অধিকাংশ মালামাল পুঁড়ে গিয়ে কয়েকলক্ষাধিক টাকার মালামাল পুঁড়ে যায়। কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানান তিনি এবং ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এদিকে বাঁশখালীর কালীপুর ইউনিয়নের কোকদন্ডী গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের বাঁশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭ পরিবারকে নগদ টাকা, ৩০ কেজি করে চাউল, ৬ কেজি ডাল,৩ লিটার তেল ও ২টি করে কম্বল প্রদান করা হয়।