গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহণ মন্ত্রনালয়ের জাতীয় নদী রক্ষা কমিশনের ৪৮ নদী সমীক্ষা প্রকল্পের উদ্যোগে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ গতকাল (১৫ ফেব্রয়ারি) সকালে অনুাষ্টত হয়। বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পর্যায়ে নদী সংরক্ষণ শীর্ষক উব্দুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসুচিতে সভাপতিত্ব করেন খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বদরুদ্দিন চৌধুরী, অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, অনুষ্টানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন জাতীয় নদী রক্ষা কমিশনের ৪৮ নদী সমীক্ষা প্রকল্পের প্রোগ্রাম অফিসার সেলিনা সুলতানা। নদী দূষণ, অবৈধ দখলদারিত্ব এবং অন্যান্য দূষণ থেকে ৪৮ টি নদী রক্ষা ও নদীর তথ্য ভান্ডার তৈরি ও গবেষনণা প্রকল্প (১ম পর্ব) এর আওতায় বাঁশখালীর খানখানাবাদ এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মী সহ বিভিন্ন পেশার লোকজন এতে অংশ গ্রহন করেন।
এ সময় আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাংবাদিক কল্যাণ বড়ুয়া ,ইউপি সদস্য আবদুল হক, দিদারুল ইসলাম, ফরিদা আক্তার, মোরশেদুল আলম, মোঃ বোরহান, তাহমিনা আকতার, বদরুল ইসলাম ব্যাগ,পারভেজ মুজিব, নাছির উদ্দিন, ইউসুফ চৌধুরী প্রমুখ। এ সময় বক্তারা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহণ মন্ত্রনালয়ের জাতীয় নদী রক্ষা কমিশনের ৪৮ নদী সমীক্ষার আওতায় বাঁশখালীর সাঙ্গু নদীকে অর্ন্তভুক্ত করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। সাঙ্গু নদীর দু,পাশের অবৈধ দখল রোধ এবং ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহন এবং বাঁশখালীর বুক চিরে বয়ে যাওয়া জলকদর খাল সংস্কার করার আহবান জানানো হয়।