“স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণঃ বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভা গতকাল মঙ্গলবার অনুষ্টিত হয়। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “উন্নয়নশীল দেশে উত্তরণ সংক্রান্ত জাতীয় কমিটি” ও বাঁশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মুলক কার্যক্রম ভিডিও প্রদর্শন আলোচনা সভা উপজেলা পরিষদের নবনির্মিত ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফিয়ানের সঞ্চালনায় এ সময় অতিথি ছিলেন ও আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা আহমদ ছফা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.সমরঞ্জন বড়ুয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত(ওসি)এইচ.এম রাশেদুজ্জামান, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাকিফ ইশমাম, পল্লী বিদ্যুতের ডিজিএম রীশু কুমার ঘোষ, পল্লী জীবিকায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী,বিআরডিবি কর্মকর্তা এনামুল করিম,উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, সাংবাদিক কল্যাণ বড়ুয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে দেশের বর্তমান অগ্রগতির সাথে একাত্ন হয়ে কাজ করার আহবান জানান। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। রাতে দেশীয় শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।