চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যেগে ঐতিহাসিক ৭ই মার্চের জাতীয় দিবস উপলক্ষে নানা কর্মসুচী গ্রহন করেন। প্রথমে উপজেলা পরিষদের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃর্তিতে পুষ্পস্তবক অর্পনের পর আলোচনা সভা অনুষ্টিত হয়।বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) উমর ফারুক,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল উদ্দিন,বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া,উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃশফিকুর রহমান মজুমদার, উপজেলা কৃষি অফিসার আবু ছালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারাহ বেগম তাজকিরা,বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আজিজুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম,উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, উপজেলা প্রকৌশলী ফাহাদ বিন মাহমুদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান, জনস্বাস্থ্য উপ প্রকৌশলী মোঃ নাজিম উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন,বাঁশখালী বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ প্রমুখ।
সভায় বক্তারা বলেন ,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন ছিল জাতির মুক্তির সনদ, সে ভাষনের সুত্র ধরে বাঙ্গালী স্বাধীনতা লাভ করে। এ ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন আজ বিশ্ব বাসির কাছে জাতীয় দিবসে পরিনত হয়েছে ।