চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নে ২২৫ পরিবারের মাঝে দুর্যোগ সহনীয় মটকা বিতরণ করা হয়েছে। গতকাল সকালে বৈলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এ মটকা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক দীপেশ চক্রবর্তী, ইউপি সদস্য আবু তাহের, পিংকু পুরোহিত, বিকাশ দত্ত, রমিজ উদ্দিন, আবদুর রহমান, পরিমল দে ও উদ্যোক্তা মো. রেজাউল করিম প্রমুখ।
মটকা বিতরণকালে চেয়ারম্যান মো. কফিল উদ্দিন বলেন, বর্তমান সরকার গরীব অসহায় লোকজনের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যার সুফল দেশবাসী ইতিমধ্যে ভোগ করছেন। তারই ধারাবাহিকতায় বৈলছড়ি ইউনিয়নের ২২৫ পরিবারের মাঝে দুর্যোগ সহনীয় মটকা বিতরণ করা হচ্ছে।