বাংলাদেশের স্বপ্নের “পদ্মা সেতু” শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসন আলোচনা সভা এবং বাঁশখালী থানা বর্ণাঢ্য র্যালীর আয়োজন করেন। সারাদেশের ন্যায় বাঁশখালী উপজেলা প্রশাসন অনলাইনে অংশগ্রহন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতুর উদ্বোধন শেষে বাঁশখালী অফিসার্স কাবে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভুমি)খোন্দকার মাহামুদুল হাসান,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া,উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: শফিউর রহমান মজুমদার,উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক,উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ,উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী,উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম, জনস্বাস্থ্য উপ প্রকৌশলী মো: নাজিম উদ্দিন,পল্লী বিদ্যুতের ডিজিএম রীশু কুমার রায়,চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ির চেয়ারম্যান মো: কফিল উদ্দিন,সহকারি শিক্ষা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী, প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া,মুক্তিযোদ্ধা আহমদ ছফা,বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাফর ইকবাল,পৌর সভার প্যানেল মেয়র রোজিয়া সুলতানা রুজি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহ করেন।
পরে বাঁশখালী থানার উদ্যোগে বর্ণাঢ্য র্যালী বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী অনুষ্টিত হয়। এতে উপরোক্ত অতিথিদ্বয় সহ থানা পুলিশের সকল কর্মকর্তাসহ বিভিন্ন শ্র্রেনী পেশার মানুষ এতে অংশ গ্রহন করেন। বিভিন্ন গান বাজনা সহ এ বর্ণাঢ্য র্যালী বাঁশখালী থানা শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয় ।