বাঁশখালীর সরল ইউনিয়নে ৮নং ওয়ার্ডে রশিদ আহমদ সাধারন সদস্য পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে বাঁশখালী উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়। নির্বাচন কমিশন ঘোষিত তফশীল অনুসারে ২৭ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সরলের ৮নং ওয়ার্ডে রশিদ আহমদ ছাড়া আর কোন প্রার্থী না থাকায় সাধারন সদস্য পদে একক প্রাথী হওয়ায় তাকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা দেন। আগামী ১৫ জুন বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করায় বাকি ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হবে।
এদিকে সংরক্ষিত ও সাধারন সদস্যের পাশাপাশি সরল ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রশিদ আহমদ চৌধুরী (নৌকা), মো: লিয়াকত আলী তালুকদার(মোটর সাইকেল), জাফর আহমদ (অটোরিক্সা), মো: সালাউদ্দিন কাদের (আনারস), মিজানুর রহমান চৌধুরী (চশমা), সহ ৫ জন প্রতিদ্বন্দিতা করছেন। সরলে ১১টি কেন্দ্রে ১৪ হাজার ৪৩৯ জন পুরুষ, ১২ হাজার ৬২৩ জন মহিলা ভোটার রয়েছে ।