বাঁশখালীর সাধনপুরের ঐতিহ্যবাহী জগন্নাথ ধামের উদ্যোগে রথযাত্রা অনুষ্টিত হয়। শুক্রবার বিকালে সাধনপুর ও বাঁশখালীর বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ সুধীদের অংশগ্রহনে বাঁশখালীর প্রধান সড়কে এবং সাধনপুরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করেন।
রথযাত্রা শেষে এক আলোচনা সভা ডা: স্বপন দে,এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে উদ্বোধক ছিলেন এনজি ট্রেডার্স এর পরিচালক চন্দন তলাপাত্র, অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাধনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কে.এম সালাউদ্দিন কামাল,সন্মানিত অতিথি ছিলেন উপজেলা দূনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি লায়ন শেখর দত্ত, বিশেষ অতিথি ছিলেন করুনাময় ভট্রাচার্য,দীপ্তি দাশ,মো: দেলোয়ার হোসেন,নন্দন দে,শিল্পী দেব, সাধনপুর শ্রী শ্রী জগন্নাথ ধাম উন্নয়ন কমিটির সভাপতি প্রদ্যুৎ মিত্র চৌধুরী, সাধারন সম্পাদক বটন ধর, জগন্নাথ ধাম উন্নয়ন কমিটির মহিলা পরিষদের সভাপতি মঞ্জু ভট্রাচার্য, কপিল চৌধুরী, এডভোকেট সঞ্জয় চৌধুরী,অধ্যাপক তুষার কান্তি ভারতী, পার্থসারথি চৌধুরী, ঋত্বিক চৌধুরী,জয়দেশ চৌধুরী,রুপক চৌধুরী, মাস্টার শ্যামল দে, রঞ্জন ভট্রাচার্য সেতু, দিলীপ দে, অধ্যাপক নির্মল পাল, বাবলু দে, ধ্রুব মিত্র চৌধুরী প্রমুখ।
প্রতিবছরের ন্যায় সাধনপুরের ঐতিহ্যবাহী জগন্নাথ ধামের উদ্যোগে রথযাত্রা বিকাল ৩ টায় শুরু হয়ে সাড়ে ৫টায় শেষ হয়। আলোচনা সভায় বক্তারা সম্প্রীতির সেতু বন্ধনে এ রথযাত্রা সবাইকে একই বন্ধনে আবদ্ধ করে বলে উল্লেখ করেন।