বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্টান, ক্রীড়া সামগ্রী বিতরন শুক্রবার বিকালে অনুষ্টিত হয়। বাঁশখালী উপজেলা অফিসার্স কাবের হলরুমে সভাপতিত্বে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, এতে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ও বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ নেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন,সহকারি কমিশনার (ভুমি) খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতাজ্জামান, জনস্বাস্থ্য উপ প্রকৌশলী মোঃ নাজিম উদ্দিন,বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ,আনসার ভিড়িপি কর্মকর্তা দেলোয়ার হোসেন,উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জাফর ইকবাল,অতিরিক্তি সম্পাদক মোঃ হামিদ উল্লাহ,যুগ্ম সম্পাদক আজগর হোছাইন, প্রকাশ বড়ুয়া, ফিফা রেফারি বিটুরাজ বড়ুয়া,বাঁশখালী প্রেস কাবের সভাপতি (সাবেক)অনুপম কুমার দে , সাধারন সম্পাদক (সাবেক) কল্যাণ বড়ুয়া,যুগ্ম সম্পাদক শাহ মুহাম্মদ শফি উল্লাহ, কোষাধ্যক্ষ আবু বক্কর বাবুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান গন উপস্থিত ছিলেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ৪টি ফুটবল ও ২টি ক্রিকেট একাডেমিকে ক্রীড়া সামগ্রী এবং বন বিভাগের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্টানে গাছের চারা বিতরন করা হয়।