সারাদেশে সংখ্যালঘু নির্যাতন এর প্রতিবাদ ও শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদারে সাংগঠনিক শক্তি বৃদ্ধিকল্পে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের আলোচনা সভা সম্প্রতি জলদী ঋষিমঠ ও মিশনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ বাঁশখালী শাখার সভাপতি এডভোকেট অনুপম বিশ্বাসের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ডাঃ চন্দন দত্ত।
সাংগঠনিক সম্পাদক অমৃত কারনের সঞ্চালনে আরো বক্তব্য রাখেন প্রধান অতিথি সংগঠনের চট্টগ্রাম জেলা সহ সভাপতি অধরলাল খাস্তগীর, উপদেষ্টা সুধীর মল্লিক রায় চৌধুরী,ঋষিমঠ ও মিশনের উপাধ্যক্ষ রামানন্দপুরী মহারাজ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা শ্যামল কান্তি দাশ, লায়ন মুনমুন দত্ত মুন্না, শিক্ষক রামেন্দু রায় চৌধুরী, আইনজীবি শ্রীকন্ঠ বিশ্বাস, অধাপক বাবলা কুমার দেব, অধ্যাপক তুষার ভারতী, কাউন্সিলর প্রনব কুমার দাশ, পুজা উদযাপন পরিষদ বাঁশখালীর যুগ্ম আহবায়ক শিব শংকর দাশ সানু, সরল ইউনিয়নের ঐক্য পরিষদ সভাপতি শংকর ঘোষ, চাম্বল ইউনিয়ন সভাপতি ও উপজেলা পরিষদের অর্থ সম্পাদক সজল তালুকদার, কালিপুর ইউনিয়ন সম্পাদক ও বাঁশখালী উপজেলা যুগ্ম সাংগঠনিক নন্দন সুশীল, পৌরসভা সভাপতি চন্দন কারন, পুজা পরিষদ, আহবায়ক ঝুন্টু দাশ, বানীগ্রাম পরিষদের সম্পাদক সলিল দে, পৌরসভার সাজু দাশ সাবেক সম্পাদক রাকেশ দাশ গুপ্ত, সন্জয় দাশ, সুমন দাশ, সন্জয় দাশ (২), ছোটন দাশ ,রাতার কুল প্রতিনিধি শিমন দাশ, চাম্বল প্রতিনিধি বাবুল কান্তি দাশ মেম্বার, শিক্ষক মধুসুধন দত্ত মিনাক্ষী দেব, পুঁইছড়ি অনুকুল সুশীল, জহরলাল দেবদাশ, বিপ্লব দেব, সনেট দাশ, শুভ সিকদার, জুয়েল সুশীল, রুবেল দাশ, ডাঃ আয়ন দেব, পৌরসভা সমন্বয় কাব লোকনাথ ধাম পুজা কমিটির বিশু দাশ, রকি দাশ, শান্তুনু দাশ,নয়ন দাশ,প্রান্ত দাশ, যুবরাজ দে, পলাশ দে, সন্জয় দে, স্বপন দে, হিমাংশু দে, রতন দে, সাগর নাথ প্রমুখ।
বক্তারা শারদীয় দূর্গা উৎসবে নিরাপত্তা জোরদার করার হিন্দু,বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ, পুজা পরিষদ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রশাসন, জনপ্রতিনিধির কাছে আবেদন জানান । প্রেস বিজ্ঞপ্তি