চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা সোমবার সকালে অনুষ্টিত হয় । উপজেলা প্রশাসনের আয়োজনে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় বাঁশখালী উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের হলরুমে জনপ্রতিনিধি, শিক্ষক ,সাংবাদিক, সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের অংশ গ্রহনে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম। আলোচনায় অংশ নেন সহকারি কমিশনার (ভুমি )খন্দকার মাহমুদুল হাসান,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদার, পুলিশ পরিদর্শক তদন্ত এস.এম আরিফুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম,কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে.এম সালাহ উদ্দিন কামাল, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার, শীলকুপ ইউনিয়নের চেয়ারম্যান কায়েশ সরোয়ার সুমন, ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম হারুনুর রশিদ, কাথরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইবনে আমিন, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদুল ইসলাম ফারুকী, সরকারি আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোহাম্মদ সোলেমান,প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া,ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা আকতার হোছাইন, ইউপি সদস্য শাহাদত হোসেন মাসুদ প্রমুখ।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদেরের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন,মাদক নিয়ন্ত্রনে সরকারি এজেন্সী গুলো যথেষ্ট নয় , তাই ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে সক্রিয় ভাবে ভুমিকা রাখলে মাদক রোধে ভুমিকা রাখা সম্ভব হবে বলে তারা উল্লেখ করেন। জনপ্রতিনিধিরা নিজ নিজ অবস্থান থেকে মাদমদ্রব্য রোধে কার্যকর ভুমিকা রাখবে বলে সভায় অবহিত করেন। আমাদের সকলের সৎ সাহস থাকলে ও আন্তরিকতা থাকলে মাদক অবশ্যই নির্মুল করা যাবে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা ।