বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড বাঁশখালী থানার ওসি সহ পুলিশের উপর হামলার প্রতিবাদে সমাবেশ, প্রতিবাদ র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে বাঁশখালী পৌরসভার মেয়র এসএস তোফাইল বিন হোছাইনের সভাপতিত্বে উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন ও আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহেনা আক্তার কাজমী , কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শেখেরখীলের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, কাথরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইবনে আমিন, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে.এম সালাহ উদ্দিন কামাল, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার, জিল্লুল করিম শরীফি, ভিপি শামসুল আলম, জাহাঙ্গীর আলম, পৌরসভা যুবলীগের সভাপতি মোঃ হামিদ উল্লাহ, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোছাইন, মোজাফ্ফর আহমদ, মো: আলমগীর কবির, আবু জাফর, এম.এ. মালেক মানিক, সেলিম উদ্দিন চৌধুরী, রাশেদ মুনির, মো:নাঈমুদ্দিন মাহফুজ, মিজানুর রহমান তালুকদার প্রমুখ।
সভায় ব্ক্তারা বলেন, দেশ যখন শান্তিপুর্ণ পরিবেশে জনজীবনে স্বত্তিতে চলছে তখন বিএনপি যুবদল ও ছাত্রদলের কর্মীরা গত ২৬ আগষ্ট এলাকায় ত্রাস সৃষ্টি করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন সহ ১৫ জন পুলিশ সদস্যকে হামলা চালিয়ে আহত করে এবং বিভিন্ন স্থানে আওয়ামীলীগ নেতাকর্মীদের হামলার পায়তারা করছে। বক্তারা এ সব সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ করার জন্য প্রশাসনের প্রতি এবং দলীয় নেতা কর্মীদের সজাগ থাকার আহবান জানান।