বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা রবিবার অনুষ্টিত হয়। বাঁশখালী উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের হলরুমে অনুষ্টিত মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন ও আলোচনায় অংশ নেন সহকারি কমিশনার (ভুমি ) খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সালেক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আরিফ উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা নিলয় বিশ্বাস, উপজেলা সমবায় কর্তকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী হীরু, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দেলোয়ার হোসেন মজুমদার,বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ প্রমুখ।
মেলায় জুনিয়র গ্রুপে প্রথম বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় , দ্বিতীয় বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়,তৃতীয় বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়ে পুরস্কৃত হন। সিনিয়র গ্রুপে প্রথম মাষ্টার নজির আহমদ ডিগ্রী কলেজ, দ্বিতীয় পশ্চিম বাঁশখালী উপকুলীয় ডিগ্রী কলেজ।সভায় বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক নিয়ম ধারন করে এগিয়ে যাওয়ার আহবান জানান ।