চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণ গতকাল বুধবার অনুষ্টিত হয়। র্যালী শেষে আলোচনা সভা পুরস্কার বিতরণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। এ সময় অতিথি ছিলেন ও আলোচনায় অংশ নেন বাঁশখালী সহকারি কমিশনার (ভুমি )ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান,কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ আরিফ উদ্দিন, ডাঃ আরমান চৌধুরী,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাফিন ইশমাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জিয়াউল কাদের,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা, পল্লী বিদ্যুতের ডিজিএম রীশু কুমার ঘোষ,চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী,বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ,বাঁশখালী পৌরসভার কাউন্সিলর দ্বয়,সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা, ইউপি সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফিয়ানের সঞ্চালনায় ডিজিটাল উদ্ভাবনী মেলায় বাঁশখালী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, ব্যাংক, এনজিও, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার অংশগ্রহণ করে। সভা শেষে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ৭০% ভুর্তকি মুল্যে কন্বাইন হার্ভেস্টার মেশিন ১টি,রাইস থ্রেসার ৪টি , মৌসুমী বোরো উফশী জাতের ১১হাজার ৭৫০জনকে কৃষককে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এ সময় বক্তারা সরকারি উন্নয়নমুলক কর্মকান্ড গুলো সাধারন জনগনের মাঝে তুলে ধরার আহবান জানান।