বাঁশখালীর জলদী শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের সাবেক অধ্যক্ষ স্বামী পূর্ণানন্দ পুরী মহারাজের ২০ তম তিরোধান দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। শাস্ত্রীয় ও ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্যে তিরোধান দিবসের সভায় পৌরহিত্যে করেন কেন্দ্রীয় জলদী শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিবেকানন্দ পুরীমহারাজ, অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী,সন্মানিত অতিথিবৃন্দ ছিলেন বাঁশখালী পৌরসভার মেয়র এডভোকেট এস এম তোফায়েল বিন হোসাইন,শ্রীমৎ স্বামী রামানন্দপুরী মহারাজ, শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন, বারাসাত, ভারত আচার্য শ্রীমৎ স্বামী অনঘানন্দপুরী মহারাজ, সীতাকু- ¯্রাইন কমিটি শ্রীমৎ স্বামী লক্ষীনারায়ণ পুরী,কৃপানন্দপুরী মহারাজ, শ্রী শ্রী অদ্বৈতানন্দ যোগাশ্রম পুকুরিয়ার অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অক্ষরানন্দপুরী মহারাজ, শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন বড়ঘোনার অধ্যক্ষ শ্রীমৎ কৃষ্ণানন্দ ব্রহ্মচারী, শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন ফটিকছড়ির অধ্যক্ষ শ্রীমৎ দিব্য চৈতন্য ব্রহ্মচারী, শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন ফটিকছড়ির অধ্যক্ষ শ্রীমৎ দিপানন্দ ব্রহ্মচারী, শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন কক্সবাজার অধ্যক্ষ শ্রীমৎ উমেশ্বর ব্রহ্মচারী, সমাজসেবক নীলকন্ঠ দাশ, বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও কাউন্সিলর প্রনব কুমার দাশ,কানুনগো ফণীন্দ্র্র লাল দেব, অধ্যাপক বাবুল কুমার দেব বাবলা, তিরোধান দিবস উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এস আই চন্দন দাশ, সাংগঠনিক সম্পাদক সুজন আচার্য্য প্রমুখ।
মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজের অধ্যাপক তুষার কান্তি ভারতীর উপস্থাপনায় অধিবাস কীর্তন পরিবেশন করেন বাবুল কৃষ্ণ দাশ, অদ্বৈত সংগীতাঞ্জলী পরিবেশনায় বিশিষ্ট বাউল শিল্পী নান্টু দেবনাথ,তিরোধান দিবস উদযাপন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক সুজন সুশীল,গীতাপাঠ প্রতিযোগীতা পরিকল্পনায় মাস্টার হারাধন দাশ, তিরোধান দিবস উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক পন্ডিত কাজল চক্রবত্তী, বিশিষ্ট গীতা শিক্ষক মিশন বিশ্বাস সহ দায়িত্ব শীল ব্যক্তিবর্গ অনুষ্টানের সর্বাঙ্গীন কার্যক্রম পরিচালনা করেন। সভায় বক্তারা জলদী শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের সাবেক অধ্যক্ষ স্বামী পূর্ণানন্দ পুরী মহারাজের ২০ তম তিরোধান দিবসে উনার বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।