চট্টগ্রামের বাঁশখালীতে সারাদেশের ন্যায় বই উৎসব প্রাথমিক পর্যায়ের বই বিতরণ অনুষ্টিত হয়। বই বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ এর সঞ্চালনে সভায় অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, সহকারি শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফিয়ান,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সেলিম উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নীল কন্ঠ দাশ, কাউন্সিলর প্রনব কুমার দাশ,রোজিয়া সুলতানা রোজি, পৌরসভা যুবলীগের আহবায়ক মোঃ হামিদ উল্লাহ, আবদুল অদুদ লেদু, উত্তম কুমার কারণ, মাহামুদুল ইসলাম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুপ্ত দিয়ে কার্যক্রম বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিচ্ছে। শিক্ষার উন্নয়নে প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে নতুন ভবন নির্মাণ সহ বহুমুখী প্রকল্প গ্রহন করছে। তিনি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান। বাঁশখালীর প্রতিটি মাধ্যমিক , প্রাথমিক বিদ্যালয় সহ মাদ্রাসায় পৃথক পৃথক বই বিতরণ ও উৎসব অনুষ্টিত হয়। উপজেলা প্রশাসনের সুত্র মতে এবার বাঁশখালীতে প্রাথমিক পর্যায়ে ২ লক্ষ ১৮ হাজার ৮০০ টি বই বিতরণ করা হচ্ছে ।