শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাঁশখালী সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ‌বিদায় সংবর্ধনা বাঁশখালীতে ধর্ম উপদেষ্টা ড.আফম খালিদ,ঈদগাও জানাযার মাঠের ব্যবস্থা করা হবে বাঁশখালীতে ৪১দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৭ শিশু-কিশোর বাঁশখালী পুঁইছড়িতে নাগরিক সমাজ – সতর্ক করলেন ভূমিদস্যুদের বাঁশখালীতে বিএনপির ইফতার মাহফিলে পাপ্পা ‘আগামীতে আপনাদের কে পাশে চাই’ বাঁশখালীর শীলকুপে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল বাঁশখালী আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর পুঁইছড়িতে বাস্কেটের প্রতারনায়,৫৫ হাজার টাকা জরিমানা বাঁশখালী প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা

বাঁশখালীর শীলকুপে গুনীজন সংবর্ধনা সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৩৩৩ জন পড়েছেন

বাঁশখালী শীলকূপ সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে গুণীজন সম্মাননা অনুষ্ঠান গতকাল অনুষ্টিত হয়। শীলকূপ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কুসুম বন্ধু বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১৬ বাঁশখালীর সংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, বাহারচড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন, শিক্ষক সুব্রত বড়ুয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভূপাল বড়ুয়া, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন রিপন,বাঁশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল্লাহ, প্রধান শিক্ষক আবুল বশর জিহাদী প্রমুখ।
ক্রীড়া সংগঠক প্রকাশ বড়ুয়ার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, যারা দেশকে সেবা দিচ্ছেন তাদের যদি আমরা সম্মান জানাতে না পারি, কৃতজ্ঞতা জানাতে না পারি, তাহলে আমরা পিঁছিয়ে পড়বো। এই প্রজন্মের ছেলে মেয়েদের উচিত, এসব গুণীজনের কাছ থেকে শিক্ষাগ্রহণ করা। দেশের উন্নয়নে, মানুষের কল্যাণে সৃজনশীল কাজ করছেন গুণীজনরা এই পুরস্কার আর সম্মাননা অবশ্যই গুণীজনদের আগামী দিনের কাজের অনুপ্রেরণা হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন উন্নয়নের রোল মডেলে উত্তীর্ণ হয়েছি। শুধু অর্থনৈতিক কিংবা উন্নয়নের নানা সূচকে এগিয়ে যাওয়াই নয়, আমাদের এখন দেশের ক্রীড়া, শিল্প-সংস্কৃতি, গবেষণায়ও এগিয়ে যেতে হবে। গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার ভূমি খন্দকার মাহমুদুল হাসান বলেন, একসঙ্গে এতো গুণীজনদের সংবর্ধনা দেওয়া আসলে সৌভাগ্যর ব্যাপার। দেশবরেণ্য গুণীজনেরা দেশের জন্য, জাতির জন্য, স্বাধীনতার মূল স্রোতকে ধরে রাখবার জন্য, সংবিধানকে সমুন্নত রাখবার জন্যে যা যা করেছেন, সেই ঋণ শোধ করা সম্ভব নয়। তাঁরা তাঁদের কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন। পরে জনসেবায় বিশেষ অবদান রাখায় শীলকূপ ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মদ আসহাব মিয়া,মরহুম মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ আক্তার হোসেন এমএ, মোজাম্মেল হক সিকদার, মোহাম্মদ মহসিন। মুক্তিযুদ্ধে ও শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় বীরমুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস সিকদার, শিক্ষক সমীর বড়ুয়া, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় শিক্ষাবিদ রাহুলপ্রিয় মহাস্থবির, কর্মবীর দেবমিত্র মহাস্থবির, বগলা ভূষণ বড়ুয়া, মাওলানা ছাইফুল মুলক, ফেরদৌস নূরী, মীর মোহাম্মদ হোসেন খান, হেমেন্দ্র চন্দ্র আইচ, পংকজ ভূষণ বড়ুয়া, ছৈয়দ আহমদ,প্রয়াত নীলমনী বড়ুয়া, অনাদি রঞ্জন বড়ুয়া, প্রয়াত দেশবন্ধু বড়ুয়া, ঝুলা রানী বড়ুয়া, প্রয়াত সীমা বড়ুয়া, অতসী ময়ী বড়ুয়া ও নীলা বড়ুয়া কে সম্মাননা স্মারক প্রধান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
kallyan
error: Content is protected !!