চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর ইউনিয়নের কোকদন্ডী হাইস্কুল সড়কের ১ কোটি ১৫ লক্ষ কার্পেটিং কাজের উদ্বোধন গতকাল সোমবার সন্ধ্যায় অনুষ্টিত হয়। কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আনম শাহাদত আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা প্রকৌশলী ফাহাদ বিন মাহমুদ, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।
অতিথি ছিলেন প্রধান শিক্ষক কৃঞ্চ প্রসাদ সেন,চট্টগ্রাম দক্ষিন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনম ফরহাদুল আলম,সমাজকর্মী মোঃ আজিজুল হক, বাঁশখালী পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রদীপ কুমার গুহ, কোকদন্ডী নারী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক শোভা রাণী ধর, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, অলক দাশ, ইবনে সবুর, এডভোকেট রাকিবুল আলম সৌরভ, নন্দন শীল, রিপন ভট্রাচার্য সহ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন। শিক্ষক বিভাষ গুহ এর সঞ্চালনায় এ সময় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে প্রিয়ান্তী দত্ত। সভায় প্রধান অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আওয়ামীলীগ সরকার হচ্ছে জনগনের উন্নয়নের সরকার। তারই ধারাবাহিকতায় আজ কালীপুর ইউনিয়নের কোকদন্ডী হাইস্কুল সড়কের ১ কোটি ১৫ লক্ষ কার্পেটিং কাজের উদ্বোধন করা হলো। কাজের মান ঠিক রেখে এ কাজ করা হবে , যাতে সাধারন জনগন তাদের ধীর্ঘদিনে আশার প্রতিফলন হয় ।