চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নানা কর্মসুচীর আয়োজন করেন। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহনে মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা অফিসার্স কাব সংলগ্ন মাঠে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। এ সময় সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী,
এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার(ভুমি)খোন্দকার মাহমুদুল হাসান, বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুপন নন্দী, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুধাংশু শেখর হাওলাদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শওকতুজ্জামান, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, উপজেলা জনস্বাস্থ্য উপ প্রকৌশলী, আনসার ভিডিপি কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া, সিনিয়র শিক্ষক রাজীব কুমার দাশ, অঞ্জন চক্রবর্তী,প্রনব কুমার দা, শম্পা দাশ,সীমা মল্লিক, বাবলী দাশ, সহ বিভিন্ন স্কুল কলেজ প্রধান, সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ,সাংবাদিক উপস্থিত ছিলেন ।