চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) সকালে উপজেলা অফিসার্স কাব হলরুমে অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আইনজীবী লায়ন শেখর দত্ত। এতে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাংসদ ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন, সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চক্রবর্ত্তী, পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর রোজিয়া সুলতানা রোজি,উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আক্তার হোসাইন, বাঁশখালী একাডেমির প্রধান নির্বাহী পরিচালক কল্যাণ বড়ুয়া প্রমুখ।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও ডলমপীর মাদ্রাসার শিক্ষক মো. রিয়াজুল করিমের সঞ্চালনায় এ সময় বক্তারা বলেন, দেশের প্রতিটি কাজে শিক্ষার্থীদের ভুমিকা রয়েছে। একটি উন্নত দেশ ও জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। তাই সু-শিক্ষাই শিক্ষিত হতে হবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখতে হবে।’ এ সময় ৫টি শিক্ষা প্রতিষ্টানের সততা ষ্টোরের জন্য ১০ হাজার টাকা করে অনুদান এবং সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও গুনাগরি আহমদিয়া ডলমপীর মাদ্রাসার ১০ জন শিক্ষাথীদের শিক্ষা উপকরণ প্রদান করা হয়।