চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে স্কুল মিল্ক ফিড়িং কর্মসুচীর আওতায় স্কুল শিক্ষক, ম্যানেজম্যান্ট কমিটি এবং অভিভাবকদের জন্য “পুষ্টি ও পরিবেশ” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল অনুষ্টিত হয়। বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের উত্তর কদমরসুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সুপন নন্দীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী,
উপজেলা প্রাণিসম্পদসম্প্রসারণ কর্মকর্তা ডা: শুভ কান্তি দাশের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সৈয়দ আবু সুফিয়ান,সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু বক্কর মোহাম্মদ সিদ্দিকী,বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল মুবিন চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: হাসেম চৌধুরী প্রমুখ।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়নে বিদ্যালয়ের ১৮৫ জন শিক্ষার্থীকে প্রতিদিন গড়ে আড়াই মিলি দুধ বছরব্যাপী স্কুল চলাকারীন সময়ে শিক্ষার্থীদের খাওয়ানো হবে বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সুপন নন্দী । তিনি আরো বলেন, বর্তমানে কোরবানীর মৌসুমে বাঁশখালীতে প্রচুর পরিমান গরু ছাগল মজুদ রয়েছে ।