চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযান চালিয়ে ইয়াবা সহ আটক করেছে ২ ইয়াবা পাচারকারিকে। সোমবার দুপুরে বাঁশখালী থানার এসআই রাজিব চন্দ্র পোদ্দার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর দক্ষিণ সীমান্তবর্তী পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রীজের দক্ষিন পাশে রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে টেকনাফের হোয়াইক্যং ইউপির কাটাখালী এলাকার মোস্তাক মিয়ার পুত্র আঃ রশিদ (২০),এবং লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি, উত্তর পাড়া এলাকার সুনীল মজুমদারের পুত্র নান্টু মজুমদার (৪৪)কে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ব্যাপারে বাঁশখালী থানার মামলা নং-১৭(১২/০৬/২০২৩)ধারা-৩৬(১)সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মতে রুজু করে।
ইয়াবা উদ্ধার ও আসামি গ্রেপ্তারের ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ কামাল উদ্দিন পিপিএম বলেন,পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে ইয়াবাসহ দুজন ইয়াবা পাচার কারিকে আটক করে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান ।