ইসলামিক ফাউন্ডেশন বাঁশখালী কর্তৃক আয়োজিত খতিব, ইমাম ও আলেম-ওলামাদের নিয়ে “সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা উপজেলা পরিষদ জামে মসজিদে বুধবার বিকালে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো:কামাল উদ্দীন পিপিএম, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মামুন, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার এম এ রহিম।
ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মাওলানা আকতার হোছাইন এর সঞ্চালনায় এ সময় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে মসজিদের খতিব, ইমাম ও আলেম-ওলামাদের যে ভুমিকা রয়েছে তার গুরুপ্ত আরোপ করেন এবং সে বিষয়ে সবাইকে সক্রিয় করার আহবান জানান।