বাংলাদেশের একমাত্র ঋষিকুম্ভ ও কুম্ভমেলার বর্তমান ধ্বজাধারী বাঁশখালীর ঋষিধাম ও চট্টগ্রামের তুলসীধামের মোহন্ত, শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের ৮২তম জন্মোৎসব উদযাপন করা হয় সোমবার দিনব্যাপী অনুষ্টানের মধ্য দিয়ে। স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের জন্মোৎসব কে ঘিরে দেশ বিদেশ থেকে আগত সাধু সন্ন্যাসী এবং ভক্তদের মিলনমেলায় পরিনত হয় ঋষিধাম অঙ্গন।
শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের জন্মোৎসবে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশ বিদেশ থেকে আগত সাধু সন্ন্যাসী সহ সাধু ভান্ডারা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক, তেজগাঁও কেন্দ্রীয় খাদ্য গুদামের ব্যবস্থাপক শ্রী চন্দ্র শেখর মল্লিক,রাউজান পৌরসভার সাবেক মেয়র, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ এর সভাপতি দেবাশীষ পালিত, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন পিপিএম, আওয়ামীলীগ নেতা শ্যামল কান্তি দাশ,কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম,এডভোটেক কাঞ্চন বিশ্বাস,তড়িৎ কুমার গুহ, ঝুন্টু কুমার দাশ, প্রদীপ কুমার গুহ সহ আরো অনেকে আলোচনায় অংশ নেন এবং মহারাজকে জন্মদিন উপলক্ষে নানা ভাবে শ্রদ্ধা ও উপহার সামগ্রী প্রদান করেন।