চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণও কিশোর কিশোরী কাবের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মঙ্গলবার সকালে অনুষ্টিত হয় । উপজেলা অফিসার্স কাবের হলরুমে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার। সভায় অতিথি ছিলেন ও আলোচনায় অংশ নেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন পিপিএম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সালেক, বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শওকতুজ্জামান,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: এনামুল করিম, উপজেলা আনসার ভিড়িপি কর্মকর্তা মো: আদিল, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোছাইন, বাঁশখালী পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর রোজিয়া সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষক শিহাব সিকদার প্রমুখ।
অনুষ্টানে ৫ জন দুস্থও অসহায় মহিলাকে ৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়, মহিলা বিষয়ক অধিদপ্তরের আইজিএ প্রশিক্ষণ শীর্ষক সমাপ্ত প্রকল্পের ৪৯ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১২হাজার টাকা প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয এবং কিশোর-কিশোরী কাব স্থাপন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে কাব আন্তঃ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দৌড় (কিশোর), দৌড় (কিশোরী),আবৃত্তি, সঙ্গীত, চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় অর্জন কারীদের পুরষ্কার, ক্রেষ্টও সার্টিফিকেট বিতরণ করা হয় । এ সময় বক্তরা বলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল কাজের প্রেরনা দাতা। ফলে জাতির জনক জীবনের অধিকাংশ সময় কারাগারে থেকে ও বঙ্গমাতার সুনিপুন দিকনির্দেশনায় তিনি দেশের জন্য কাজ করে যেতে পারছে।